গায়িকা কেশা জানিয়েছেন তার প্রত্যাবর্তনমূলক অ্যালবাম ‘রেইনবো’র অনুপ্রেরণা ছিল এলিয়েনদের সঙ্গে তার সাক্ষাতের অনুপ্রেরণায়। এর প্রতিফলন আছে অ্যালবামের প্রচ্ছদেই। তাতে রয়েছে মহাশূন্যযানের ছবি।
৩০ বছর বয়সী গায়িকাটি জানিয়েছেন বাস্তবেই তার সঙ্গে গ্রহান্তরের প্রাণীদের সাক্ষাত হয়েছে।
“আমি সেসময় জশুয়া ট্রিতে ছিলাম, একেবারে অমত্ত... আবার বলছি একেবারে স্বাভাবিক অবস্থায় ছিলাম। আমার মনে হয় অনেকে ভাবতে পারে সে অ্যাসিডের (এলএসডি) প্রভাবে ছিল। আমি এমন ছিলাম না। আমি কোনও নেশার প্রভাবে ছিলাম না। আমি একেবারে স্বাভাবিক অবস্থায় ছিলাম, মরুভূমিকে এক নারীর মত। আকাশের দিকে তাকিয়ে আমি এক ঝাঁক মহাকাশ যান দেখলাম,” কেশা একটি টিভি অনুষ্ঠানে বলেন।
‘স্রষ্টার শপথ করে বলছি, পাঁচ থেকে সাতটি দেখেছি, আমি জানিনা কেন ছবি তুলিনি। ... আমি শুধু তাকিয়ে ছিলাম। একটি টিলার ওপর বসে ছিলাম, আর ভাবছিলাম, ‘এগুলো আবার কী?’ আমি বুঝতে চেষ্টা করছিলাম, এরপর সেগুলো সরে যায় এবং পরে আবার ফিরে আসে,” তিনি আরও বলেন।
“সেগুলো অন্য বিন্যাসে ফিরে আসে। তারপর আগের মত বিন্যাসে ফিরে যায়। সেগুলো আসলেই এলিয়েনদের যান ছিল। সেই মহাকাশ যানগুলো,” কেশা বলেন। ‘রেইনবো’ ১১ আগস্ট মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন