বিনোদন ডেস্ক: ১৪ সেপ্টম্বর ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা শো ঢালিউড বøাস্ট। বাংলাদেশের শিল্প সংস্কৃতি মধ্যপ্রাচ্যে তুলে ধরতে তৌফিক ইউনাইটেড কো¤পানি এল.এল.সি ও তৌফিক ইউনাইটেড কো¤পানি এল.এল.সি-এর ব্যবস্থাপক তৌফিক-উদ-জামান পলাশের আয়োজনে ওমানের রাজধানী মাস্কটের কুরুম সিটি অ্যাম্ফিথিয়েটারে এই শো অনুষ্ঠিত হবে। চিত্রপরিচালক অনন্য মামুন টীমের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চিত্রনায়ক শাকিব, বিদ্যা সিনহা মীম, মিশা সওদাগর, ডন, সাঞ্জু জন, বিপাশা কবির, সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। সংগীত পরিবেশন আসিফ আকবর, কুদ্দুস বয়াতি, প্রিতম, পড়শি, আয়শা মৌসুমীসহ কোলকাতার গায়ক আকাশ সেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাংলাদেশের তানভীর তারেক ও কোলকাতার পায়েল মুখার্জি। অনুষ্ঠানটি পরিচালনার দ্বায়িত্বে থাকছেন অনন্য মামুন। অনুষ্ঠানটি সাফলভাবে পালনের জন্য ওমানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস সার্বিক সহযোগিতা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন