বিনোদন ডেস্ক: স¤প্রতি নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কামনা’। চলচ্চিত্রটির পুরো শূটিং হয়েছে বরিশালের বিভিন্ন লোকেশন। চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পরিচালক ফায়জুল রথি। ঢাকা ও বরিশালের বিভিন্ন থিয়েটারেরর এক ঝাক তরুণ অভিজ্ঞ কলাকুশলি এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির দৃশ্যধারন করেছেন শাহ আকিব মুর্তুজা। চলচ্চিত্রটিতে এক নতুন ধরনের গল্প বলার কৌশল অবলম্বন করা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তানবীর লিমন, নুসরাত শান্তা, আরনিকা ইসলা, সজিব, জেসন পলাশ, ইন্দ্রানি ঘটক, আরাফাত রাহমান, সুকান্ত মুখার্জি বাবু, শামিম আহমেদ, রিশাদ জাহান। পরিচালক বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর কিছু মানুষের জীবনের অর্ন্তনিহিত গল্প এটি। যেখানে সময়ের প্রয়োজনে কিছু সম্পর্ক গড়ে উঠে যা সমাজের চোখে নেতিবাচক। প্রয়োজনের তাগিদে মানুষগুলো সেই সম্পর্কে জড়িয়ে পড়ে যা কখনই তাদের জীবনে আশা নিয়ে আসে না। স্টামফোর্ড ইউনিভার্সিটি ফিল্ম এন্ড মিডিয়া অনুষদের একঝাঁক তরুণ চলচ্চিত্রটিতে কাজ করছেন। এ বছরের সেপ্টেম্বর মাসে চলচ্চিত্রটির মুক্তির সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন