বিনোদন ডেস্ক: বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৯টা ৪৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ। ঢাকা শহর। শহরটা অনেক পুরোনো হলেও মানুষগুলো সব সময় নতুনই মনে হয়। একেক দশক-এ একেক ধরণের বা ধ্যান-ধারণার মানুষের আবির্ভাব হয় এই শহরে। নব্বই দশকে কিছু সংস্কৃতিমনা মানুষ বুকে স্বপ্ন লালন করে, তা পূরণ করতে আসে এই শহরে। কেউ কবি, কেউ অভিনেতা, কেউ লেখক, কেউ শিল্পী অথবা কেউ শুধু শুধু রঙিন স্বপ্ন উড়ায় এই শহরের আকাশে। এই মানুষগুলো যার যার স্বপ্ন পূরণের প্রত্যাশায় এক ল্যাম্পপোস্টের নিচে আসে। তাদের আনন্দ, বেদনা, রোমাঞ্চ-এর একটি নিরেট গল্প বলার উদ্দেশ নিয়ে নির্মিত হয়েছে নাটক ল্যাম্পপোস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন