বিনোদন রিপোর্ট: তরুণ চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমান নির্মাণ করছেন ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমা। এতে অভিনয় করছেন শাকিব। তার শিডিউল জটিলতায় কিছুদিন সিনেমাটি আটকে থাকলেও শিঘ্রই শূটিং শুরু হবে। সিনেমাটির প্রথম দিকের শূটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার শূটিং হবে ব্যাংকক ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল-অভিনেত্রী সূচনা আজাদ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। এজন্য নিজেকে প্রস্তুত করছেন। নিয়মিত তালিম নিচ্ছেন ড্যান্স ও ফাইটের। সূচনা বলেন, মিডিয়াতে কাজ শুরু করেছি চলচ্চিত্র অভিনেত্রী হবো বলেই। নিজের সর্বোচ্চ দিয়ে নতুন সিনেমার কাজ করতে চাই। সেই সঙ্গে সবার দোয়া চাই এবং নতুন হিসেবে সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আশিকুর রহমান বলেন, সূচনাকে দেখা যাবে একজন হ্যাকারের চরিত্রে। প্রথমে শাকিবের সহযোগী হয়ে অভিনয় করবেন তিনি। শেষের দিকে ঘটবে উল্টো ঘটনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন