বিনোদন ডেস্ক: চ্যানেল আই -এর আয়োজনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়’ এর সহযোগিতায় স্বাস্থ্যব্যবস্থায় উন্নয়নের গান ‘স্বাস্থ্যসেবায় আলোর মিছিল’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কোনাল ও সাব্বির। গানটির গীতিকার: বায়জীদ খুরশীদ রিয়াজ ও সুরকার: মকসুদ জামিল মিন্টু। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মোহাম্মদ নাসিম (মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), প্রাধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মো. সিরাজুল ইসলাম (সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), মো. সিরাজুল হক খান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ (মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর), ডা. কাজী মোস্তফা সারোয়ার (মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর), এস. এম. হারুন-অর-রশিদ (মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন) এবং অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ (পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, নিপসম)। গানটি প্রসঙ্গে শিল্পী সুবীর নন্দী বলেন, ৫০ বছর যাবত গান করছি। কিন্তু এ গানটি আমার সঙ্গীত জীবনে উল্লেখযোগ্য। কারণ এটি স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতার গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কোনাল ও সাব্বির, সুরকার মকসুদ জামিল মিন্টু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন