বিনোদন ডেস্ক: আরটিভি’র সহযোগী প্রযোজনায় অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। এ উপলক্ষে আরটিভির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনিমেষ বলেন, ‘আমার দ্বিতীয় সিনেমা মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানায়। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি নেগেটিভ পজেটিভ দুই সমালোচনার জন্যই প্রস্তুত।’ ‘বাস্তব ও পরাবাস্তবের মিশ্রণে আমি নির্মাণ করেছি চলচ্চিত্রটি। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানায়।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসান ইমাম, কণ্ঠশিল্পী মমতাজ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, মোস্তফা সরওয়ার ফারুকী, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, দীপংকর দীপনসহ এ সময়ের বেশ কজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। উপস্থিত ছিলেন সিনেমার অভিনেতা- খায়রুল আলম সবুজ, অভিনেত্রী ভাবনাসহ অন্যান্য কলাকুশলী। আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা ভালো সিনেমার নিয়মিত পৃষ্ঠপোষকতা করতে চাই। সামনে আরও কিছু সিনেমা আমাদের আসছে। আশা করি, ভয়ংকর সুন্দও সিনেমাটিও দর্শকদেও মধ্যে সাড়া ফেলবে। উল্লেখ্য, ‘ভয়ংকর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পায় ১৬ মার্চ। এর আগে ১২ ফেব্রæয়ারি বোর্ডে জমা পড়েছিল সিনেমাটি। ছাড়পত্রপ্রাপ্তির দীর্ঘসূত্রিতায় মুক্তি পিছিয়ে যায়। মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। কলকাতার পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা। সিনেমাটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ হয়েছে ইউটিউবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন