শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শত পর্বে ধারাবাহিক কমেডি ৪২০

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জনপ্রিয় হাসির ধারাবাহিক নাটক কমেডি ৪২০ জনপ্রিয়তার শির্ষে অবস্থান করে শতপর্বে পদার্পন করেছে। বৈশাখী টেলিভিশনে প্রতি শনি, রবি ও সোমবার প্রচার চলতি নাটকটির রেসপন্স শুধু দেশের ভিতর সীমাবদ্ধ নয়, দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পেয়েছে সমান জনপ্রিয়তা। নাটকটির ১০০পর্ব প্রচার হবে আজ। এর সাফল্য নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ, পরিচালক, লেখক ও অভিনয়শিল্পী তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। নাটকের গল্পকার বৈশাখী টিভির সিইও টিপু আলম বলেন, আমার স্বপ্ন সার্থক হয়েছে। আমি যখন গল্পটি ভাবি তখন স্বপ্ন দেখেছিলাম, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কমেডি ৪২০ নাটকটি হিট হবে। সর্বোপরি নাটকটির পরিচালক ও লেখককে আমার আন্তরিক অভিনন্দন; তারা তাদের শ্রম ও মেধা দিয়ে নাটকটিকে শীর্ষস্থান ধরে রেখেছে। নাটকটির পরিচালক ফরিদুল হাসান বলেন, আমার পরিচিতজনরা এখন আর আমাকে নাম ধরে ডাকে না বলে, ওই যে কমেডি ৪২০ আসছে। আমি টিপু আলম ভাইকে ধন্যবাদ জানাবো তিনি আমাকে নাটকটি নির্মান করতে সাহস দিয়েছেন। লেখক আকাশ রঞ্জন-এর লেখার তারিফ করতে হয়। সর্বোপরি দর্শকদের কাছে কৃজ্ঞতা প্রকাশ করছি, তারা যদি আমার নাটকটি না দেখতেন, তবে নাটক হিট তো দূরের কথা কেউ নামই জানতো না। লেখক আকাশ রঞ্জন বলেন- আমার যতটুকু মেধা আছে তা দিয়ে চেষ্টা করেছি ভালো একটা গল্প দাঁড় করানোর জন্য। শুধু গল্প ভালো হলে হয়না ভালো একজন নির্মাতা লাগে। সেই দিক থেকে আমি ফরিদুল হাসান ভাইকে অভিনন্দন জানাবো তিনি তার মেধা দিয়ে নাটকটির শীর্ষস্থান ধরে রেখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন