শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে সিয়াম ও সাফা

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সাফা কবির আর সিয়াম আহমেদ প্রথমবারের মতো জুটি বাঁধলেন মিউজিক ভিডিওতে। গানটির টাইটেল ‘মিথ্যে গল্প’। গেয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী। কথা, সুর আর কম্পোজিশন করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী আর ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসংঙ্গে সাফা বলেন, ‘ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিলো না আমার। তবে নাহিদ মেহেদী ভাই যখন ‘মিথ্যে গল্প’ গানটি শোনান এবং ভিডিওটি নির্মাণের গল্প বলেন, তখন সম্মতি দিই। কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে গানটার সাথেই লাভ এট ফার্স্ট লিসেনিং হয়ে যায়। ‘মিথ্যে গল্পে’র ক্ষেত্রেও আমার তেমনটা হয়েছে। এছাড়া সিয়ামের সাথে এর আগে আমি কখনও জুটিও বাঁধিনি। আমি খুবই উচ্ছ¡সিত যে ‘মিথ্যে গল্প’ই আমার প্রথম সত্যিকারের মিউজিক্যাল ফিল্ম। সিয়াম আহমেদ বলেন, কখনো কখনো একটা নাটক, শর্টফিল্ম এর চাইতেও মিউজিক্যাল ভিডিওতে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দর্শকের হৃদয়গ্রাহী একটা গল্প সাজানো কিংবা তাতে অভিনয় করে ফেলা কখনোই একটা সহজ কাজ নয়। ‘মিথ্যে গল্পে’ শুধুমাত্র সৃজনশৈলী দিয়ে এ অংকটি সহজ করে ফেলেছেন পরিচালক শাহরিয়ার পলক। সাফা কবীরের সাথে প্রথম একসাথে কাজ করা ছিল আনন্দের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন