শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন তিন গান নিয়ে নিশীতা বড়ুয়া

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৪ এএম, ১৮ জুলাই, ২০১৭

বিনোদন রিপোর্ট: নতুন মৌলিক তিনটি গান গেয়েছেন ‘বন্ধু তোমায় মনেপড়ে খ্যাত’ সঙ্গীতশিল্পী নিশীতা বড়–য়া। তিনটি গানের সুর করেছেন পার্থ বড়ুয়া, বেলাল খান ও জাহাঙ্গীর রানা। এরইমধ্যে জাহাঙ্গীর রানার লেখা ও সুর করা এবং শানের সঙ্গীতায়োজনে করা ‘হিয়া’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও করার পর আপলোড করা হয়েছে। এরইমধ্যে গানটি ১৫ লাখেরও বেশি দর্শক দেখেছেন। পার্থ বড়ুয়ার লেখা, সুর ও সঙ্গীতায়োজনে ‘অমর’ শিরোনামের আরো একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। এতে তার সাথে গেয়েছেন পার্থ বড়–য়া। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানান নিশীতা বড়–য়া। ইশতিয়াকের লেখা ও বেলাল খানের সুর সঙ্গীতে ‘ভুল’ শিরোনামের আরো একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ভিডিওর শুটিং দ্রুত শুরু হবে বলে জানান নিশীতা। নতুন দুটি মৌলিক গান কোরবানীর ঈদে ইউটিউবে আসবে বলে নিশ্চিত করেন নিশীতা। নিশীতা বলেন, ‘পার্থ বড়ুয়া দাদার সুর করা বন্ধু তোমায় মনে পড়ে গান দিয়েই শ্রোতা-দর্শক আমাকে চিনেন। সবসময়ই তার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তার সুর সঙ্গীতে বহু গান গেয়েছি। বেলাল ভাই আমাকে নিয়ে একটি গান করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে বেশ ভালোভাবেই গানটি হলো। এই দুটি গানই অনেক ভালো হয়েছে। আবার হিয়া গানটির জন্য প্রচুর সাড়া পাচ্ছি। সবমিলিয়ে এখন আমি পূর্ণ মনোযোগ দিচ্ছি গানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন