শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পতিতা চরিত্রে অপর্ণা ঘোষ

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নির্মাতা দীপু হাজরা’র পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মালতী’। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। এতে অভিনেত্রী অপর্ণা ঘোষ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি একজন পতিতার। অপর্ণা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমুখ। অর্পণা ঘোষ বলেন, নাটকটিতে মালতীর চরিত্রটি আমার কাছে অসাধারণ লেগেছে। এর আগেও আমি পতিতার চরিত্রে অভিনয় করেছি, যেমন ‘মৃত্তিকা মায়া’ সিনেমায়। সেটি ছিল এক ধরণের, কিন্তু এ চরিত্রটির একটি ভিন্নরূপ আছে, যে নিজের মতো করে বাঁচতে চায়, দাঁড়াতে চায়। আর দীপু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। তিনি অনেক ভালো নির্মাতা। খুব এনজয় করেছি নাটকটি করে। দীপু হাজরা বলেন, ‘মালতী’ নাটকটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং নাটক। আমি যে ধারার নাটক নির্মাণ করি তার চেয়ে এটি বেশ আলাদা। আশা করি, দর্শকদের ভালো লাগবে। আগামী ঈদে ‘মালতী’ নাটকটি একটি বেসরকারী টেলিভিশনে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন