বলিউডের চিত্রজগতকে অলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ানের মত উজ্জ্বল তারকাদের উপহার দেবার পর ফিল্ম মোগল করণ জোহর বেশ কয়েকজন নতুন মুখকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে নামী- শ্রীদেবী আর বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবী কাপুর, শাহিদ কাপুরের ভাই ঈশান এবং চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা।
তারকাদের আত্মীয় বা সন্তানদের প্রতি করণের এই পক্ষপাত নিয়ে কঙ্গনা রানৌতের অভিযোগের জবাব দেবার জন্যই বোধ হয় চলচ্চিত্র নির্মাতাটি চলচ্চিত্র জগতের বাইরে থেকে শিল্পী আমদানির উদ্যোগ নিয়েছেন। আর তারই নজির তারা সুতারিয়া।
তারা বলিউডে নতুন হলেও বিনোদন শিল্পে নতুন নন। তিনি একাধারে একজন নৃত্যশিল্পী, ভিডিও জকি এবং টিভি অভিনেত্রী। করণ জোহর তার প্রযোজনায় নির্মিতব্য ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ চলচ্চিত্রে তারাকে টাইগার শ্রফের নায়িকা হিসেবে বাছাই করেছেন। পুনিত মালহোত্রা চলচ্চিত্রটি পরিচালনা করবেন।
এই ফিল্মটির নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “এই ফিল্মটির নায়িকা দুজন। চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা টাইগারের এক নায়িকা আর অন্যজন তারা সুতারিয়া।”
তারা একজন প্রশিক্ষিত ব্যালে নৃত্যশিল্পী। তাকে টাইগারের সঙ্গে একাধিক নৃত্যদৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন