বিনোদন রিপোর্ট: বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অসাধারণ সৃষ্টি হিমু চরিত্র। এ চরিত্র নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ চরিত্রে এবার অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হুমায়ূন আহমেদের গল্প নিয়ে রাজু আলীম নির্মাণ করেছেন টেলিফিল্ম রূপার জন্য ভালোবাসা। এ নাটকে চঞ্চল হিমু চরিত্রে অভিনয় করেছেন। আজ সন্ধ্যায় হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচার করা হবে নাটকটি। রূপা চরিত্রে অভিনয় করেছেন টয়া। চঞ্চল বলেন, হিমু আমার নিজেরও খুব প্রিয় চরিত্র। ভালো লেগেছে এই চরিত্রে অভিনয় করে। হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই। আশা করি এর নিমাণ ও অভিনয় দিয়ে আমরা নতুন করে ভালো লাগা দিতে পারবো। নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন রাজু আলীম। চিত্রগ্রহণে রয়েছেন জোবায়েদ হোসেন তুফান। উল্লেখ্য, ইতোমধ্যে চঞ্চল জয়া আহসানের প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা দবীতে মিসির আলি চরিত্রে কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন