সালমান খান আর জ্যাকুলিন ফার্নান্দেজ এক সঙ্গে শেষ কাজ করেছেন ২০১৪তে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ ফিল্মে। এবার এই জুটি ফিরবে রেমো ডি’সুজার পরের চলচ্চিত্রে।
সা¤প্রতিক এক সাক্ষাতকারে সালমান নিশ্চিত করেছেন রেমোর নাচের চলচ্চিত্রে জ্যাকুলিন তার সঙ্গে পর্দা শেয়ার করবেন।
সালমান বলেন, “হ্যাঁ রেমোর চলচ্চিত্রটিতে জ্যাকুলিন আর আমি থাকব। সে তুলনাহীন এক প্রতিভাবান নৃত্যশিল্পী, সে ভাল কাজ করবে।”
চলচ্চিত্রটিতে একজন নয় বছর বয়সী শিশু শিল্পী থাকবে। নির্মাতারা এই ভূমিকায় অভিনয়ের জন্য শিল্পীর সন্ধানে আছে।
সালমান আরও বলেন, “চলচ্চিত্রটিতে আমার চরিত্র এক বিপতœীকের, যার নয় বছর বয়সী একটি কন্যা আছে। আমার চরিত্র তার স্ত্রীকে কথা দিয়েছিল মেয়ে যা চাইবে তাই সে পূরণ করব। সে চায় আমার চরিত্র একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিক তাই সে সেই প্রতিযোগিতায় নাম লেখায়। এই প্রতিযোগিতার জন্য সে নাচে প্রশিক্ষণ নিতে শুরু করে। জ্যাকির (জ্যাকুলিন) চরিত্র আমাকে নাচ শেখাবে। বাস নাচের ফিল্ম করা বাকি ছিল, তাও করলাম।”
সালমানকে আগামীতে আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে। অন্য দিকে জ্যাকুলিনকে রাজ ও ডিকে’র ‘এ জেন্টলম্যান’ ফিল্মে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে। এছাড়া তাকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘ড্রাইভ’ ফিল্মেও দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন