রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রোমিও জুলিয়েট নিয়ে ভালবাসা দিবসের নাটক

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার ঢাকাইয়া ভাষায় নির্মিত হয়েছে উইলিয়াম সেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নাটক। নাটকে তিশা জুলিয়েট ও নিশো রোমিও চরিত্রে অভিনয় করেছেন। গল্পের নাট্যরূপ দিয়েছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। আগামী ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। পরিচালক জানান, নাটকে রোমিও জুলিয়েট গল্পের খুব বেশি পরিবর্তন করা হয়নি। সবকিছুই ঠিক আছে। নাটকের শেষে রোমিও জুলিয়েটের মৃত্যুও দেখানো হবে। তিনি জানান, দর্শকের কথা চিন্তা করেই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, রোমিও জুলিয়েট গল্প কারো অজানা নয়। ফলে নাটকটি দর্শক দেখবে কেন? তাই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করেছি, যাতে দর্শক বিনোদন পান। এ ছাড়া আরো অনেক চমক রয়েছে। তিশা ও নিশো চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি দেখে দর্শক নিরাশ হবেন না।
ছবি ঃ রোমিও-জুলিয়েট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন