শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কক্সবাজার থিয়েটার উৎসবে মহাকাল নাট্য সম্প্রদায়

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী কক্সবাজার থিয়েটার নাট্যোৎসব ২০১৭। ২০ জুলাই থেকে শুরু হবে উৎসবটি। উৎসবে মঞ্চস্থ হবে ঢাকার নাটকের দল মহাকাল নাট্য স¤প্রদায়ের দুই প্রযোজনা নীলাখ্যান ও শিবানী সুন্দরী। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। ২২ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নীলাখ্যান। কবি কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনায় রয়েছেন ড. ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন- মনামী ইসলাম কনক, জেরিন তাসনীম এশা, শাহিনুর প্রিতী, সুরেলা নাজিম, সম্রাট, মানিক চন্দ্র দাশ, সুমাইয়া তাইয়ুম নিশা, জাহিদ কামাল চৌধুরী দিপু প্রমুখ। উৎসবের চতুর্থ দিন (২৩ জুলাই) মঞ্চস্থ হবে শিবানী সুন্দরী নাটকটি। এটি রচনা করেছেন সালাম সাকলাইন। নির্দেশনায় রয়েছেন দেবাশীষ ঘোষ। বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন-সুরেলা নাজিম, বেবী শিকদার, ফারুক আহমেদ সেন্টু, বাবু স্বপ্নওয়ালা, রিফাত, বিপ্লব, মো. জাহাঙ্গীর, রাহুল, বাঁধন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন