বিনোদন রিপোর্ট: কয়েকদিন ধরে পত্র-পত্রিকা ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ফলাও করে শখ-নিলয়ের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছে। নিলয়েরও বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। তবে নিলয়ের দাবি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকউন্টে সংবাদমাধ্যমের সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে লিখেছেন, স¤প্রতি দেখলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু নিউজ ছাপা হচ্ছে নানা মাধ্যমে এবং সেখানে আমার বক্তব্য দেয়া হয়েছে। একটি পত্রিকা তো আমার বক্তব্য দিয়ে হেডলাইন করেছে। আশ্চর্যের বিষয় হলো এদের কারো সঙ্গে আমি কখনো এ ব্যাপারে কোনো কথা বলিনি। প্রথম দিকে এসব নিয়ে মাথা ঘামাইনি। কারণ এসব অনলাইন পত্রিকা নিজেদের এখনো বিশ্বাসযোগ্য করতে পারেনি। মাকে জড়িয়ে খবর প্রকাশ করাতেও ক্ষোভ প্রকাশ করেছেন নিলয়। তিনি স্ট্যাটাসে বলেন, এখন দেখছি দেশের সর্ববৃহৎ পত্রিকা থেকে শুরু করে, জীবনে নাম শুনি নাই সেই পত্রিকাও একই নিউজ করছে। আমার অনুমতি বা আমার সঙ্গে কথা না বলেই আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপছে। আর একজনকে দেখলাম একধাপ এগিয়ে। তিনি আমার মাকে ভিলেন বানিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন, কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানোয়াট মিথ্যা লেখার কোনো অধিকার আপনাদের নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন