আসন্ন ‘হাসিনা পারকার’ ফিল্মটির ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন কেন্দ্রীয় হাসিনা চরিত্রের জন্য তার প্রাথমিক পছন্দ ছিল সোনাক্ষি সিনহা।
“আমরা প্রথমে সোনাক্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। এমনকি সেজন্য শুটিংও বন্ধ রাখা হয়েছিল। সে সময় তিনি ‘ফোর্স টু’র শুটিং করছিলেন, আর জন এব্রাহাম আহত হন। শ্রদ্ধা (কাপুর) ছিলেন আমর দ্বিতীয় পছন্দ। তিনি যেমন ১৭ বছর বয়সী তেমনি ৪৫ বছর বয়সীর অভিনয় করতে পারবেন এমন বিশ্বাস ছিল আমার,” অপূর্ব বলেন।
‘হাসিনা পারকার’ ফিল্মটিতে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করেছেন।
সিদ্ধান্ত বলেন : “কথা ছিল আমি সোনাক্ষির সঙ্গে অভিনয় করব। কিন্তু তিনি চলচ্চিত্রটিতে কাজ করতে অসমর্থ ছিলেন, তাই আমার বোনকে নেয়া হয়, আর তা ছিল আমার জীবন আর ক্যারিয়ারের জন্য সেরা একটি ঘটনা। সে চরিত্রটির জন্য খুব পরিশ্রম করেছে।”
এই প্রথম শ্রদ্ধাকে কোনও চলচ্চিত্রের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হাফ গার্লফ্রেন্ড’।
দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের জীবনী চলচ্চিত্রটির প্রথমে নাম ছিল ‘হাসিনা : কুইন অফ মুম্বাই’। ফিল্মটি ১৮ আগস্ট মুক্তি পাবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন