বিনোদন রিপোর্ট: অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি গানও গান। গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন। গান গাওয়ার ধারাবাহিকতায় আরও একটি নতুন গান গেয়েছেন তিনি। গুরু-শিষ্য শিরোনামে নতুন এই গানটি সম্প্রতি রেকর্ড হয়েছে। লিখেছেন এন আই বুলবুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিউল আলম রাকিব। ফজলুর রহমান বাবু বলেন, আমরা নিজকে নিয়ে অনেক অহংকার করি। মিথ্যে অহংকারে সৃষ্টিকর্তাকে ভুলে থাকি কিন্তু একটা সময় আমাদের তার কাছেই ধরা দিতে হয়। বুঝতে পারি ভুল সময়ের মধ্য দিয়ে জীবন কাটিয়ে এসেছি। এই গানটিতে মানব জীবনের সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। গীতিকার এন আই বুলবুল বলেন, বাবু ভাই আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। খুব ভালো লাগছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। খুব শিগগির গানটি আমরা প্রকাশ করব। উল্লেখ্য, বর্তমানে একটি কমেডি ধারাবাহিক নাটকের শূটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফজলুর রহমান বাবু। আগামী ঈদে বেশ কিছু একক নাটকে দেখা যাবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন