শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মঞ্চে পারফর্ম করবেন ফেরদৌস ও অপু বিশ্বাস

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: একসঙ্গে মঞ্চে পারফর্ম করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে নাচবেন তারা। অপু বলেন, অনেকদিন পর স্টেজ প্রোগ্রামে পারফরর্ম করবো। এজন্য বেশ পরিশ্রম করছি। আমি ও ফেরদৌস ভাই নিয়মিত রিহার্সেল করছি। ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। আশা করছি, অনেকদিন পর দর্শক আমাকে স্টেজ পারফর্মেন্সে ভালোভাবে নেবেন। ফেরদৌস-অপু ছাড়াও রিয়াজ-পপি, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, জায়েদ খান, মাহি, পরী মনি, বিদ্যা সিনহা মিম ও বেশ কয়েকজন তারকা পারফর্ম করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। উল্লেখ্য, ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন