শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভারতের তিনটি শহরে বটতলা এবং খনা

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাট্যদল বটতলা তার ৩য় প্রযোজনা ‘খনা’র কলাকুশলীদের নিয়ে ভারতের ৩টি প্রদেশে নাট্যোৎসব এবং মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছে। এর মধ্যে আগামী ৮ ফেব্রæয়ারি কুচবিহার এর রবীন্দ্রভবনে ‘কম্পাস নাট্যদল’ এর আয়োজনে ‘কম্পাস নাট্যোৎসব ২০১৬’ তে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে খনা’র ৫৪ প্রদর্শনী। ১০ ফেব্রæয়ারি আসামের কামরূপের আর্টিস্ট ফ্যাক্টরিতে ‘গোয়েরনিকা ক্রিয়েট ভিস্তা সোসাইটি’ আয়োজিত নাট্যোৎসবে প্রদর্শিত হবে খনা’র এবারের ভারত যাত্রার ২য় প্রদর্শনী। এছাড়া ১১ ফেব্রæয়ারি সন্ধ্যায় শিলং এর ‘এশিয়ান কনফ্লুয়েন্স সেন্টার’ এ অনুষ্ঠিত হবে শিলং এর সকল থিয়েটার দলের সাথে নাটক নিয়ে মতবিনিময়। ভারতের এই তিনটি শহরে প্রদর্শনী ও নাটক বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে বটতলার কর্মীরা আগামী ৬ ফেব্রæয়ারি ঢাকা থেকে রওনা দেবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে ভারতের মুর্শিদাবাদের বহরমপুরে নাটকের দল ‘রঙ্গাশ্রম’-এর নাট্যোৎসবেও বটতলা যোগ দিয়েছিলো ‘খনা’ নাটকটি নিয়ে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘খনা’ নাটকটি প্রদর্শিত হয়েছে এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
ছবি ঃ খনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন