বিনোদন রিপোর্ট: এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করকে নিয়ে নির্মাতা অনন্যা রুমা নির্মাণ করছেন একটি চলচ্চিত্র। অনন্যা রুমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় উর্মিলা দ্বিতীয়বারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রের নাম ‘এই শহরে’। এর গল্প প্রসঙ্গে এখনই কিছু জানাতে চান না নির্মাতা অনন্যা রুমা। চলচ্চিত্রটিতে ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন উর্মিলা। এউর্মিলা বলেন,‘ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হবার পর অনন্যা রুমার, ভালোবাসায় বড় হয়েছি। তারই তত্ত¡াবধানে তারকা কথন, গানে গানে সকাল শুরু এবং গানের উৎসব অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। তাই তারসঙ্গে আমার সম্পর্কটা আত্মার। সেই প্রিয় মানুষটি যখন আমাকে নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখান, তখন কাজটি করতে সম্মত হই। বেশ উচ্ছ¡াস নিয়ে কাজটি করছি।’ অনন্যা রুমা বলেন, ‘আমার গল্পের জন্য উর্মিলাকেই খুব প্রযোজন ছিলো। আমার ভাবনার সঙ্গে উর্মিলার আগ্রহ এবং পরবর্তীতে তার একান্ত আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। উর্মিলা এতো ভালো অভিনয় করে তা কাজ করতে গিয়ে উপলদ্ধি করেছি।’ আগস্ট মাসে ইউটিউবে ‘এই শহরে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হবে বলে জানান রুমা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন