দুই বছর প্রেম করার পর মডেল অ্যালেক্সা চাঙের সঙ্গে অভিনেতা আলেকজান্ডার স্কার্সগাডের ছাড়াছাড়ি হয়েছে।
২০১৫ সালের জুনে চাঙের সঙ্গে ৪০ বছর বয়সী অভিনেতাটির রোমান্টিক সম্পর্কের কথা জানা যায়। তবে দুজনের কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। অবশ্য তাদের অন্তরঙ্গ বরাবরই স্পষ্ট ছিল।
এটি প্রতিবেদনে এক সূত্রের উদ্ধৃতি দেয়া হয়ে, যে বলেছে : “দুজনের কেউই আসলে অন্যের সঙ্গে প্রবঞ্চনা করেননি। তাদের ছাড়াছাড়ি একেবারে স্পষ্ট এবং পরস্পরের পেশাগত ব্যস্ততাই এ জন্য দায়ী। ব্যস্ততার কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। তার পরস্পরকে আসলেই ভালবাসত এবং তারা এই সম্পর্কের ব্যাপারে সিরিয়াস ছিলেন। তারা পরস্পরকে সমীহ করেন।”
অন্য দিকে জানা যায় স্কার্সগার্ড স¤প্রতি টোনি গার্নের সঙ্গে মেলামেশা করছেন। সপ্তাহখানের আগে তাদের একসঙ্গে নিউ ইয়র্কের মোনটকে দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন