শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ একক নাটক বুবুনের বাসর রাত

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বুবুনের বাসর রাত’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম, ভাবনা, সাবিলা নূর, এ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। ‘বুবুন মায়ের বাধ্য ছেলে। এতোটা বড় হয়েছে কিন্তু এখনও প্রত্যেকটা বিষয়ে তার মাকে প্রয়োজন। মাও ছেলের সাথে এমন আচরণ করে যেন বুবুনের বয়স ৭ বছর। সেই বুবুনের বিয়ে হচ্ছে আজ। যার সাথে বিয়ে হচ্ছে, সেই নিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে। তার প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করার জন্য সে এই বিয়েতে রাজী হয়ে যায়। নতুন বউ বাসর ঘরে বসে থাকে, কিন্তু বুবুন আর আসে না। বুবুন আসলে অনেক ভীতু, কোন মেয়ের সাথেই তার কখনো সখ্য গড়ে উঠেনি। অনেক চেষ্টার পর বুবুন বাসর ঘরে গিয়ে হাজির হয়। স্মার্ট নিতু আর হাবাগোবা বুবুন মুখোমুখি হয়।’
ছবি ঃ বুবুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন