শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাব

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মহানগরের জীবনধারার আরেক দিকের গল্প এটি। এখানে দেশের বিভিন্ন অংশ থেকে তরুণরা আসে স্বপ্ন পূরণের জন্য। এদের কারও স্বপ্ন পূরণ হয় আর কেউ ডুবে যায় আধুনিক জীবনের পঙ্কিলতায়। কিন্তু স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করেনা অনেকেই। এদেরই একজন মোহন (আশিস বিশ্ট) যে মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে প্রত্যাশী এক তরুণ। গাড়োয়াল থেকে দিল্লি এসে প্রথম অডিশনেই সে প্রত্যাখ্যাত হয়। বিচারকদের অন্যতম সোনাল মোদি (রাভিনা ট্যান্ডন)তার প্রতি আকৃষ্ট হয়। কপর্দকশূন্য হয়ে মোহন দিল্লি ছাড়বার সিদ্ধান্ত নেয়। তার আগে সে একটি কাজের আশায় সোনালের সঙ্গে যোগাযোগ করে। দাম্পত্য জীবনে অতৃপ্ত সোনাল তাকে তার শারীরিক চাহিদা মেটাবার জন্য নিয়োগ করে। তার নতুন নাম হয় আজফার। সোনাল তাকে প্রতিশ্রæতি দেয় একজন ভাল ডিজাইনারের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে। ক্যাফের ওয়েট্রেস রায়না ওরফে আফিয়াকে (অর্পিতা চ্যাটার্জি) ভালবাসে, কিন্তু রায়না আবার এক ফরাসি ওয়েটারকে পছন্দ করে, যে আসলে একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। এর মধ্যে যৌন অমিতাচার যোগ হয়। আধুনিক জীবনের বলি হয় এক তরুণ।

হলিউড শীর্ষ পাঁচ
১। স্পাইডার-ম্যান : হোমকামিং
২। ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস
৩। ডেস্পিকেবল মি থ্রি
৪। বেবি ড্রাইভার
৫। দ্য বিগ সিক

বলিউড শীর্ষ পাঁচ
১। জাগ্গা জাসুস
২। মম্
৩। শাব
৪। টিউবলাইট
৫। গেস্ট ইন লন্ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন