শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসছে আনভয়েড এর ও পরাণ

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলা আরএনবি এবং পপ মিউজিক নিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে আনভয়েড। চলমান সুর এবং কথা থেকে ভিন্ন পথে এগিয়ে নতুন কিছু দেবার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা। রাফসান আহমেদ এবং তাহমিদ তানভির এই দুইজন মিলে হলো আনভয়েড। তাদের করা মায়া, আর্তনাদ, ওরে প্রিয়া, ও পরাণ, কাজল ইতিমধ্যে গানপ্রিয় মানুষের মনে জায়গা করে নিয়েছে। ‘ও পরাণ’ গানটির অডিও রিলিজ পেয়েছিল আনভয়েডের চ্যানেলে ২০১৬ সালের এপ্রিলে। গানটির প্রতি মানুষের ভালোবাসা এবং ভালোলাগা থেকে দীর্ঘ এক বছর পর ভিডিওটি নির্মাণ করা হলো। ভিডিওটিতে কাজ করেছে ফ্লাইবট স্টুডিও। ফিমেল কাস্ট করেছে জারিন জারা। আজ ২১ জুলাই ভিডিওটি রিলিজ পেতে যাচ্ছে ঈগল মিউজিক এর ব্যানারে, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ঈগল মিউজিক ভিডিও স্টেশন থেকে। ভিডিওটি নিয়ে আনভয়েড এবং ঈগল মিউজিক খুব আশাবাদী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন