বিনোদন ডেস্ক: ‘কবিতা’ শিরোনামের গানটির মাধ্যমে আলোচনায় আসেন বাংলা আরএনবি শিল্পী নিলয় বিএইচএন। ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন ভিন্ন ধাঁচের গানের জন্য। তার নতুন গান ‘দূরত্ব’ প্রকাশিত হয়েছে ঈগল মিউজিকের ব্যানারে। গানটি গত ৩ মাস আনরিলিজড ট্র্যাক হিসেবে রেডিও স্টেশন ¯পাইস এফএম ৯৬.৪ প্রচার হয়ে আসছিল। পাবলিক রিকুয়েস্টে গানটি বর্তমানে ¯পাইসের টপ ২০ চার্টের ৩ নম্বরে অবস্থান করছে। নিলয় বলেন, শ্রোতাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং গান প্রকাশের আগে এরকম সাড়া ফেলবে ভাবতে পারিনি। গানটির কথা, সুর নিলয়ের নিজেরই করা। গানটির মিউজিক করছে এলএমজি বিটস। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছে সাজান এস আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন