বিনোদন ডেস্ক: এনভির নতুন অনুষ্ঠান রঙ্গিন পাতা । সাপ্তাহিক এই অনুষ্ঠানটিতে প্রত্যেক পর্বে একজন জনপ্রিয় তারকা ও একজন জনপ্রিয় সাংবাদিক অতিথি হয়ে আসেন । দুই সপ্তাহ ধরে এনটিভিতে প্রচার হয়ে আসছে অনুষ্ঠানটি। একটি পর্বে অতিথি হিসেবে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী ও ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক শাহআলম সাজু। চঞ্চল চৌধুরী ও সাজুর রঙিন পাতার পর্বটি খুব শিগগিরই এনটিভিতে প্রচার হবে। শূটিং সম্পন্ন হয়েছে এনটিভির স্টুডিওতে। উপস্থাপনা করেছেন শ্রাবন্য তৌহিদা। রঙ্গিন পাতা অনুষ্ঠানটিতে একজন তারকা ও একজন সাংবাদিক দীর্ঘ সময় ধরে আড্ডা দিবেন। তাদের সম্পর্কের গল্প,তাদের কাজের গল্প,তাদের মধুর স্মৃতির গল্প,চলতি সময়ের অভিনয় ও চলতি সময়ের সাংবাদিকতার গল্পসহ নানা কথা উঠে আসবে রঙ্গিন পাতা অনুষ্ঠানে। চঞ্চল চৌধুরী বলেন,রঙিন পাতা অনুষ্ঠানটির ভাবনাটা ভালো লেগেছে। সাজু আমার ছোট ভাইয়ের মতো, প্রিয় একজন সাংবাদিকও বটে। তার সাথে আড্ডা দিয়েও ভালো লেগেছে। সাংবাদিক সাজু বলেন, ‘চঞ্চল দাদা আমার অসম্ভব প্রিয় মানুষ ও প্রিয় শিল্পী। তার সাথে গল্প করে ভালো লেগেছে। এনটিভির রঙ্গিন পাতা অনুষ্ঠানটির ভাবনাটা আমার ভালো লেগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন