বিনোদন রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করতে যাচ্ছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এতে চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস। সিনেমাটিতে তাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ফেরদৌস বলেন, নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছি। এখানে আমাকে যুবকের চরিত্রে এবং ৮০ বছরের এক বৃদ্ধের চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে সিনেমাটির গল্প লেখা শেষ হয়েছে। শিঘ্রই এর নাম ও অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে। ডায়মন্ড বলেন, ফেরদৌসকে চুক্তিবদ্ধ করেছি। সিনেমাটির নির্মাণের কাজ দ্রæত শুরু করবো। উল্লেখ্য, অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত শেষ কথা নামে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা ও কলকাতার অভিনেতা সমদর্শী দত্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন