বিনোদন রিপোর্ট: মিউজিক ভিডিওতে নিজের গানে নিজে মডেল হয়ে অভিনয় করেছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। কিন্তু এবার সরাসরি নাটকে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছোট কাকু সিরিজের নির্মাতা আফজাল হোসেন। আফজাল হোসেন গতকাল থেকে নির্মাণ শুরু করেছেন ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজ ‘ঢাক বাজলো ঢাকায়’। কথা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ-এর অভিনয়ের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। আফজাল হোসেন বলেন, ‘কিছুক্ষণ আগেই চুড়ান্ত হলো যে ছোট কাকু সিরিজের এবারের পর্বে কুমার বিশ্বজিৎ অভিনয় করতে যাচ্ছেন।’ এদিকে স্ত্রী সন্তান’সহ দেশের বাইরে আছেন কুমার বিশ্বজিৎ। দেশে ফিরেলেই তার সিডিউল নিয়ে শুটিং করা হবে বলে জানান আফজাল হোসেন। ক্যারিয়ারের শুরুতে কুমার বিশ্বজিৎ মামুনুর রশীদের নির্দেশনায় সোর্ড বেøড’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। গানের বাইরে মডেল হিসেবে সেটিই ছিলো তার প্রথম কাজ। এই বিজ্ঞাপনে তিনি তার গাওয়া ‘তুমি রোজ বিকেলে আমার বাগানের ফুল নিতে আসতে’ গানটিতে পারফর্ম করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন