বিনোদন রিপোর্ট: মডেল-অভিনেত্রী হিমি নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। একটি ‘আরএফএল জিম অ্যান্ড জেলি’ অন্যটি ‘কুমারিকা হেয়ার অয়েল’। প্রথমটির কাজ এরইমধ্যে শেষ করেছেন হিমি। এটি নির্মাণ করেছেন পূজা রোজারিও। দ্বিতীয় বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আদনান আল রাজীব। বিজ্ঞাপনের শূটিং হবে আগামী ১ আগস্ট। হিমি অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক শিগগিরই প্রচারে আসবে। নাটকগুলো হচ্ছে বিজয়ের ‘তবুও ভালোবাসি’, ওয়ালিদ হাসানের ‘জলে ভেজা রং’, ‘অন্ধকারে অন্তরালে’। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে নির্মিত ‘রেশমী চুড়ি’ নাটকে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এর নাট্যরূপ করেছেন গীতিালি হাসান। এতে হিমি অভিনয় করেছেন আয়েশা চরিত্রে। এই কাজটি নিয়েও ভীষণ উচ্ছ¡সিত তিনি। আগামী ২৫ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইতে হিমি অভিনীত ‘রেশমী চুড়ি’ প্রচার হবে। এর আগে একই পরিচালকের নজরুলের বিশেষ নাটক ‘বেদনার প্রতিদান’-এ অভিনয় করেছিলেন। হিমি অভিনীত প্রথম নাটক অরুণ চৌধুরী পরিচালিত ‘মোহর আলী’। হিমির প্রথম বিজ্ঞাপন ধ্রুব হাসানের নির্দেশনায় ‘সেন্টার ফ্রেশ’। একজন গুণী অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান হিমি। মিডিয়াতে হিমির অভিষেক হয় ‘রং আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ ২০১৪’ এর মাধ্যমে। এই প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন