বিনোদন রিপোর্ট: নতুন গানের নতুন মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন এই প্রজন্মের আলোচিত কন্ঠশিল্পী হৃদয় খান। নিজের সুর সঙ্গীতে মিলন মাহমুদের কথায় ‘ছেড়ো না’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। হৃদয় খান জানান এটি তার নতুন একক অ্যালবাম ‘মেয়ে’র তৃতীয় গান। গানটি ইউটিউবে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন হৃদয় খান। হৃদয় খান বলেন, ‘একটি অসাধারণ গান করেছি। আমি এর আগে এই ধরনের গান করিনি। গানের কথা, সুর শ্রোতাদের মুগ্ধ করবে। সেইসাথে ভিডিওটিও দর্শকের ভালো লাগবে।’ এর আগে হৃদয় তার নতুন একক অ্যালবামের দুুটি গান ‘বাংলাদেশ তোমারই জন্য’ এবং ‘জানিনা বুঝিনা’ ইউটিউবে প্রকাশ করেছেন। সবগুলো গান প্রকাশ হবার পর পুরো অ্যালবামাকারে শ্রোতা দর্শকের হাতে তা তুলে দিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন