বিনোদন ডেস্ক: আজ গুণী অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন। জন্মদিন নিয়ে তারিনের উপলদ্ধি হচ্ছে, বাবা-মায়ের জন্যই এই সুন্দর পৃথিবীর আলোর মুখ দেখেছেন। তাই জন্মদিনের পুরোটা সময় বাবা আর মাকেই দিতে চান তিনি। তারপরও যেহেতু তিনি একজন তারকা, তাই দর্শক ভক্তদের কথাও তাকে ভাবতে হয়। সেই ভাবনা থেকেই তারিন তার এবারের জন্মদিনে দুটি চ্যানেলে লাইভ শো’তে অংশ নিবেন। একটি আরটিভি’র ‘তারকালাপ’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’। এর বাইরের পুরোটা সময় তিনি বাবা, মা, বোন আর পরিবারের অন্যান্যদের সময় দিবেন। জন্মদিন এলে তারিনের নিজের কোন পরিকল্পনা থাকেনা। দুই বোন তুহিন ও নাহিনই তারিনের জন্মদিনে নানা আয়োজন করে থাকে। জন্মদিন প্রসঙ্গে তারিন বলেন, ‘জন্মদিনে কিছুই চাওয়ার নেই আমার। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবা-মা’কে দীর্ঘজীবী করেন এবং সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। কারণ আমার বাবা মা’ই আমার পৃথিবী। এই দু’জন মানুষ ছাড়া আমি শূন্য। তাই আল্লাহ যেন দু’জনকেই আমার পাশে রাখেন সবসময়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন