শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মালয়েশিয়ায় তিন ঈদ ধারাবাহিকের শূটিং

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত ৮ জুলাই তিনটি ঈদ ধারাবাহিক এবং একটি প্রচার চলতি ধারাবাহিক নাটকের শুটিং-এ গিয়েছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী নাবিলা ইসলাম। সেখানে টানা ১৪দিন শুটিং শেষে তিনি ঢাকায় ফিরেছেন। অভিনয় করেছেন ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘স্মার্ট বয়ের বিদেশ সফর’, ‘চকচক করলেই সোনা হয়না’ এবং নাম ঠিক না হওয়া আরেকটি নাটক। সবগুলো নাটকেরই নির্মাতা শামীম জামান। নাবিলা ইসলাম বলেন, ‘ইউনিটের সবাই বেশ আন্তরিকতা নিয়ে নাটকের কাজ করেছেন। চেষ্টা করেছি কাজের প্রতিই যথেষ্ট মনোযোগী থাকতে। প্রত্যেকটি নাটকের গল্প অসাধারণ। সবমিলিয়ে আমরা সবাই চেষ্টা করেছি যার যার অবস্থানে থেকে ভালোভাবে কাজগুলো শেষ করতে। আশা করি, ঈদে দর্শকের জন্য উপভোগ্য হবে নাটকগুলো।’ এদিকে মালয়েশিয়া যাবার আগে ইমনের বিপরীতে নাবিলা ইসলাম নাহিদ বাবুর নির্দেশনায় টেলিফিল্ম ‘মেয়ে মানুষী’র শূটিং শেষ করেন। এছাড়া নিলয়ের বিপরীতেও আরো একটি নাটকে অভিনয় করেন। দেশে ফিরে এহসান এলাহী বাপ্পীর নির্দেশনায় প্রচার চলতি ধারাবাহিক ‘গুলবাহার’ নাটকের শূটিং শুরু করেছেন। নাবিলা নর্থসাউথ ইউনিটভার্সিটিতে এমবিএ-তে অধ্যয়নরত। অভিনয়ের পাশাপাশি তিনি উপস্থাপনাও করেন নিয়মিত। মাছরাঙ্গা টিভিতে প্রতি বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয় তারই উপস্থাপনায় ‘রূপকথা’ অনুষ্ঠানটি। এরমধ্যে শরাফ আহমেদ জীবন এবং আদনানের নির্দেশনায় নতুন দুুটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। চট্টগ্রামের মেয়ে নাবিলা নিয়মিত অভিনয় করছেন ধারাবাহিক নাটক কায়সার আহমেদ’র ‘মহাগুরু’, রহমতুল্লাহ তুহিনের ‘কক্ষ নম্বর ৫২’, মুন্তাসির বিপনের ‘অল্প স্বল্প গল্প’, ইমরাউল রাফাতের ‘সিনেমাটিক’, বিপ্লব হায়দারের ‘মগের মুল্লুক’, হৃদয়ের ‘অবজেকশন বস’, হিমেল আশরাফের ‘ওয়েলকাম ক্লাব’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন