শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকায় নেইল আর্ট এক্সপ্রেস

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নেইল আর্ট এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বনানীর ১১ নম্বর রোডস্থ ই-বøকের ১১ নম্বর প্লটে বি এন্ড বি অ্যা¤পায়ারে অবস্থিত নেইল আর্ট এক্সপ্রেস একটি অত্যাধুনিক সেলুন, যা আঙ্গুলের নখে অথবা কৃত্রিম নখের উপর অসাধারণ সব নকশা চিত্রায়ন করে থাকে।১ লাখ অসাধারণ নকশা থেকে পছন্দের নকশা বাছাই করে নেওয়ার সুযোগসহ, অ্যাবস্ট্রাক্ট আর্ট, ফ্লোরাল প্যাটার্ন, আইকনিক ইমেজেসহ আরও অনেক কিছুর সমাহার রয়েছে নেইল আর্ট এক্সপ্রেসে।গ্রাহকরা নিজেদের পছন্দের ছবি এবং নকশাও সাথে নিয়ে আসতে পারেন অথবা পাথরের নকশা কিংবা তাৎক্ষণিকভাবে তোলা ছবিও নখে চিত্রায়ন করতে পারেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নকশা করে দেওয়ার জন্য নেইল আর্ট এক্সপ্রেস ই ইউ এবং এফ ডি এ কমপ্লায়েন্ট ইঙ্ক (কালি) ব্যবহার করে।
নেইল আর্ট এক্সপ্রেস এর সিইও এম. ইফতেখার আলম কাতেবী বলেন, আকর্ষণীয়, সৃজনশীল ও ফ্যশন-দুরস্ত অনন্য সব নকশার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিচ্ছে নেইল আর্ট এক্সপ্রেস।
আমাদের দক্ষ, প্রশিক্ষণ-প্রাপ্ত শিল্পীরা উন্নতমানের পণ্য দিয়ে নখে নকশা করে দিচ্ছে। এই ডিভাইসের মূল ডিস্ট্রিবিউটর হলো সুইশ একসেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন