বিনোদন ডেস্ক: শফিকুর রহমান শান্তনুর রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ছলে বলে কৌশলে’। মানুষ চাইলে জীবনের যেকোন বয়সের মোড় থেকে নতুন করে জীবনকে শুরু করতে পারে। অর্থবহ করে তুলতে পারে। একটু মায়া, আন্তরিকতা ও ভালোবাসার কাছে অশুভ, পশুত্ব ও নিষ্ঠুরতার পরাজয় ঘটে। হাস্যরস ও উত্তেজনার আবহে মন্দ থেকে ভালোর দিকে পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন এই ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, আরফান নিশো, ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি, নাদিয়া নদী, নাবিলা, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজি সিদ্দিকি, ফারুক আহমেদ, কেএস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন