শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির ৩৯ জনকে গ্রেফতারের নির্দেশ

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ৩৯ নেতা কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এরআগে মামলার অভিযোগপত্র আমলে নেয় বিচারক। এসয় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, শিমুল বিশ্বাস, মারুফ কামাল সোহেল, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল। মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি বিএনপির হরতাল-অবরোধের সময় পল্টন থানা এলাকায় আসামিরা সিএনজচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে কয়েকজন হতাহত হন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে মামলা করে। পরে ২০১৭ সালের ২৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন