শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে জয়ী হতে পারবে না -যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, সা¤প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে বিজয়ী হতে পারবে না আমেরিকা। ক্যালিফোর্নিয়ায় আসপেন সিকিউরিটি ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এতে তিনি আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা তুলে ধরেন। তিনি আরো বলেন, সত্যিই আমি যা বলেছি আমি তাই বোঝাতে চেয়েছি। আমেরিকা যখনই দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলে তখনই মার্কিন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয় পাকিস্তান। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার কেবল মাত্র আফগানিস্তানের নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার নীতি পর্যালোচনা করছে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন