শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কাওয়ালী গানের ভুবনে আলাউদ্দিন

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের আঞ্চলিক গানের স¤্রাট মরমী সাধক মরহুম আবদুল গফুর হালি কাওয়ালি গানের শিল্পী আলাউদ্দিনের নানা। আবদুুল গফুর হালির হাত ধরে আলাউদ্দিন এসেছেন গানের ভুবনে। চট্টগ্রামের খ্যাতনামা কাওয়াল মরহুম সেলিম নিজামীর কাছে থেকে এ গানের হাতেখড়ি আলাউদ্দিনের। কাওয়ালী গানের উপর গবেষণা চালাতে গিয়ে আলাউদ্দিন ইতোমধ্যে দেশের ১২টি জেলা ভ্রমণ করেছেন। সংগ্রহ করেছেন মরমী সাধকদের সাড়ে ৬শ গানের আড়াই শতাধিক বই। বিগত রমজানে বাংলাদেশে প্রথম উর্দু কাওয়ালী, মিউজিক ভিডিও তৈরি করেন তিনি। যা ইউটিউবে প্রচার হয়েছে। ২০০২ সালে আমির ভান্ডার মোজাহের শাহ্ শানে প্রথম অডিও অ্যালবাম ‘কালো গোলাপ’ তৈরি করেন। এছাড়া কাওয়ালী গানের উপর ইতোমধ্যে আরো ৫টি ভিডিও সিডি নির্মাণ করেছেন। তার অ্যালবামগুলো শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। সিলেটে কাওয়ালী গানের উপর তাকে কাকন ফকির ফাউন্ডেশন সম্মাননা প্রদান করা হয়। আলাউদ্দিন সম্প্রতি ‘মাটির বাসিন্দা’ নামের একটি গানের বই লিখেছেন। ইসলামী ভাব ধারায় সংগীতের প্রধান স্তরে কাওয়ালী গানকে প্রতিষ্ঠার প্রত্যয়ে আলাউদ্দিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ঘুরে বেড়াচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন