বিনোদন ডেস্ক: বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘কনডেমড সেল’ মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। ‘কনডেমড সেল’ প্রাঙ্গণেমোর নাট্যদলের ১০ম প্রযোজনা। ‘কনডেমড সেল’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয় ও প্রকৃতিসহ আরো অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন