বাস্তব ঘটনাভিত্তিক ওয়ার অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ডানকার্ক’। ‘মেমেন্টো’ (২০০১), ‘ইনসমনিয়া’ (২০০২), ‘ব্যাটম্যান বিগিন্স’ (২০০৫), ‘দ্য প্রেস্টিজ’ (২০০৬), ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮), ‘ইনসেপশন’ (২০১০), ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (২০১২) এবং ‘ইন্টারস্টেলার’ (২০১৪) নোলান পরিচালিত চলচ্চিত্র।
১৯৪০ সালের মে মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে। জার্মান বাহিনী ফ্রান্সের ভেতরে এসে অবস্থান নিয়েছে। জার্মান বাহিনীর অবস্থানের সুবিধার কারণে ফ্রান্সের উপকূলবর্তী ডানকার্ক শহরে বিপুল সংখ্যায় মিত্র বাহিনীর সেনারা আটকে পড়েছে। ৪ লাখের কাছাকাছি ব্রিটিশ, বেলজীয়, কানাডীয় আর ফরাসী সেনা জার্মানদের আক্রমণে পর্যুদস্ত। চরম নিয়তির অপেক্ষা করছে তারা। এই সময় মিত্র বাহিনীর হাই কমান্ড নির্দেশ দেয় চলতে সক্ষম যতগুলো নৌ জাহাজ আছে সবগুলোতে ডানকার্কের দিকে এগোতে। মরিয়া হয়ে ডানকার্কে পৌঁছে তারা শেষ পর্যন্ত উদ্ধার হয় ৩,৩০,০০০ সৈনিক আর সেনা কর্মকর্তা।
হলিউড শীর্ষ পাঁচ
১। ডানকার্ক
২। স্পাইডার-ম্যান : হোমকামিং
৩। গার্লস ট্রিপ
৪। ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস
৫। ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অফ দ্য থাউজন্ডে প্ল্যানেটস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন