বাবার পদাঙ্ক অনুসরণ করে মুন্নাও (টাইগার শ্রফ) নাচ করে। তার আদর্শ মাইকেল জ্যাকসন। বাবা আর তার আদর্শের নামে তার নাম হয়ে যায় মুন্না মাইকেল। মুম্বাইয়ের ধনবান আর প্রভাবশালী পরিবারের কিছু ছেলেকে নাচে হারিয়ে বিপত্তিতে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত মহানগরটি ছেড়ে দিল্লিতে আসে সে। সেখানে গ্যাংস্টার আর রিয়েল এস্টেট মাফিয়া মহিন্দর ফৌজির (নেওয়াজউদ্দিন সিদ্দিকি) সঙ্গে পরিচিত হয়। ফৌজি ডলি নামে এক বার ডান্সারকে মুগ্ধ করার জন্য মুন্নার কাছে নাচ শিখতে চায়। মুন্নাও ডলিকে পছন্দ করতে শুরু করে আর অনুভব করে ডলিও তাকে পছন্দ করে। মহিন্দরের ভাই একদিন ডলিকে ধর্ষণ করার চেষ্টা করলে ডলি শহর ত্যাগ করে। ফৌজি তার ভাইকে খুন করতে উদ্যত হয়। মুন্না তাকে থামায় এবং ডলিকে ফিরিয়ে আনার প্রতিশ্রæতি দেয়। মুন্না কি পারবে প্রতিশ্রæতি রাখতে? কিন্তু ডলি কাকে বেছে নেবে? মুন্না কি নাচের দক্ষতার স্বীকৃতি পাবে?
বলিউড শীর্ষ পাঁচ
১। মুন্না মাইকেল
২। লিপস্টিক আন্ডার মাই বুরখা
৩। জাগ্গা জাসুস
৪। মম্
৫। টিউবলাইট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন