বিনোদন রিপোর্ট: দীর্ঘ চার বছর পর অভিনয় করলেন আমেরিকা প্রবাসী অভিনেতা টনি ডায়েস। লিপি মনোয়ারের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় অনাহুত নামে একটি নাটকে তাকে দেখা যাবে। নাটকটির শূটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের গল্প নিয়েই নাটকটি তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন টনি ডায়েস। তিনি বলেন, নাটকের কাহিনী পছন্দ হওয়াতে কাজ করতে রাজি হয়েছি। তাছাড়া অনেকদিন দর্শক আমাকে দেখেন না। তাদের সামনে আসতেও ইচ্ছা হলো। তাই কাজটি করা। পরিচালক জানান, প্রিয়ন্তীর প্রযোজনায় নির্মিত নাটকটির নির্বাহী প্রযোজক মনোয়ার হোসেন পাঠান। টনি ডায়েস ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন আমেরিকা প্রবাসী অভিনেত্রী মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপ প্রমুখ। আগামী ঈদে নাটকটি দেশের কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন