বিনোদন ডেস্ক: জাতীয় শিশু কিশোর সংগঠন ‘আমরা কুড়ি’র বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৫.৩০মিনিটে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল কর্নেল অবঃ অধ্যাপক ডাঃ জেহাদ খান, কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা রুকাইয়া শবনম মুস্তারী। অনুষ্ঠান উপস্থাপনা ছিলেন তাছলিমা জাহান রিবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামাল আহাম্মেদ বাবু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন