শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিগর্নি উইভার প্রায় ‘এলিয়েন’ ছেড়েই দিয়েছিলেন

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

‘ওয়ার্কিং গার্ল’ এবং ‘গরিলাজ ইন দ্য মিস্ট’ চলচ্চিত্র দুটির জন্য হলিউডের সুঅভিনেত্রী সিগর্নি উইভার ডজনেরও বেশ পুরস্কার পেয়েছেন। কিন্তু বলার অপেক্ষা রাখে না ‘এলিয়েন’ সিরিজের চলচ্চিত্রের জন্যই তিনি বেশি পরিচিতি পেয়েছেন। কিন্তু একটু হলেই এই চলচ্চিত্রটিতে এলেন রিপ্লি চরিত্রটি তার হাত থেকে ফস্কে গিয়েছিল। ৬৭ বছর বয়সী অভিনেত্রীটি জানিয়েছেন ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজের প্রথম পর্ব ‘এলিয়েন’-এ কাজ করবেন কিনা সেই ব্যাপারে তিনি দ্বিধান্বিত ছিলেন। তার কাছে ফিল্মটির চিত্রনাট্য রসহীন মনে হয়েছিল।
তিনি বলেন, “চিত্রনাট্যটি ছিল রসহীন।” বিশেষ করে ইয়েল স্কুল অফ ড্রামার গ্র্যাজুয়েট ছিলেন বলেই সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্মটিকে তার কাছে এমন মনে হয়েছিল। তিনি বলেন, “এটা করার জন্যই কি ড্রামা স্কুলে পড়েছিলাম।”
কিন্তু পরিচালক রিডলি স্কটের সঙ্গে কথা বলার পর তার ধারণা পাল্টে যায় এবং উপলব্ধি করেন এটি ভিন্নধর্মী কিছু হবে।
“রিডলি স্কটের সঙ্গে সাক্ষাতের পর যখন এই আর গাইগার আর কার্লো র‌্যামবল্ডির আঁকা এলিয়েনের ড্রয়িংগুলো দেখি, ভাবলাম, ‘আমি এমন কিছু আগে কখনও দেখিনি’,” তিনি বলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন