শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লজ্জা পেয়েছিলেন মৌসুমী ও ডিপজল

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: মনতাজুর রহমান আকবরের পরিচালনাধীন দুলাভাই জিন্দাবাদ সিনেমাটির ডাবিং চলছে এখন। দীর্ঘ দিন পর এ সিনেমার মাধ্যমে ডিপজল ও মৌসুমী একসঙ্গে অভিনয় করেছেন। এর একটি গানে পারফরম করতে গিয়ে দুজনেই লজ্জা পান। সিনেমাটির ডাবিং করার সময় মৌসুমী তাদের লজ্জা পাওয়ার কথা বলেন। তিনি বলেন, গানটির শূটিং করতে গিয়ে আমি বেশ লজ্জা পেয়েছিলাম। আর ডিপজল ভাই আরো বেশি লজ্জা পেয়েছিলেন। বাস্তবে উনি আসলে অনেক লাজুক। তিনি আমার সঙ্গে শট দিতে গেলেই লজ্জা পেতেন। কিন্তু একা শট দিতে কোনোরকম লজ্জা পেতেন না বরং খুব ভালো পারফরম্যান্স করেন। রোমান্টিক গান করতে গিয়ে দুজনেই বেশ লজ্জা পেয়েছিলাম। আমি মনে করি, একটি চমৎকার সিনেমা হয়েছে। দর্শক দেখে আনন্দ পাবেন। উল্লেখ্য, রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল-মৌসুমী ছাড়াও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করছেন। এছাড়া অভিনয় করছেন মিজু আহমেদ ও আহমেদ শরীফ প্রমুখ। কাহিনী লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন