শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিরোধীদলের জনপ্রিয়তাকে সরকার ভয় পায় -ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশে এক মহানায়ক আছে, জেলায় জেলায় গিয়ে গণতন্ত্রের কথা বলেন, অথচ তিনি তার নির্বাচনী এলাকায় বিরোধী দলকে মিছিল মিটিং ও কর্মসূচি পালন করতে দেন না। বসুরহাট পৌর হলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করার কথা ছিল। গত বৃস্পতিবার সকাল পর্যন্ত প্রশাসন পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করার অনুমতি আছে বলে আমাদের জানান। রাত ১১টার দিকে ফোন করে আমাদের নেতাদের কে জানান ডিসি সাহেবের অনুমতি ছাড়া কোন কর্মসূচি পালন করা যাবে না। আমি সরকারের এ স্বৈরতান্ত্রিক মনোভাবের তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, বিরোধী দলের কোন নেতাকে তার এলাকায় কর্মসূচি পালন করতে দেয় না। কারণ তারা বিরোধীদলের জনপ্রিয়তাকে ভয় পান। তাই আমি নিজ বাসভবনে কর্মসূচি পালন সিদ্ধান্ত নিয়েছি। মওদুদ আহামদ আরো বলেন, নির্বাচন কমিশন সরকারি দলকে পুনরায় ক্ষমতা আনার জন্য রোডম্যাপ দিয়েছে। তারা নিরপেক্ষ নন। তাদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই অবিলম্বে তাদের পদত্যাগ করার আহব্বান জানান। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের আগে এখন থেকে তারা সরকারি অর্থ ব্যায়ে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছে অথচ আমরা একটি মিটিং, জনসভা, কোন কর্মসূচী পালন করতে পারতেছি না। সরকারের পুলিশ ও র‌্যাব এসে আমাদের কে বাঁধা দেয়। বিরোধী দলকে কোথায়ও ভোট চাওয়ার সুযোগ দিবে না। প্রশাসনের সহযোগিতায় তারা এককভাবে নির্বাচন করার চিন্তাভাবনা করছে। বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। এ জন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় মানিকপুরস্থ নিজ বাসভবনের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে ফোরকানিয়া মাদ্রাসায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আল হারুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহেদুর রহমান রাজন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন