শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসছে ফকির আলমগীরের নতুন অ্যালবাম

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নতুন অ্যালবাম শিঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। তার অ্যালবামের নাম ওল্ড ইজ গোল্ড। অ্যালবামটি প্রকাশ করছে ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। অ্যালবামে মোট ১২টি গান থাকবে। গানের কথা যৌথভাবে লিখেছেন মনিরুজ্জামান মনির, আব্দুল হাই আল হাদী, সালাউদ্দিন, মিলন খান, আহমেদ সফা ও এ-আজাদ-এস কবির। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে। ফকির আলমগীর জানান, গানগুলোতে অনেক যতœ নিয়ে কণ্ঠ দিয়েছি। শ্রোতাদের মধ্যে গানগুলো আলোড়ন সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, ফকির আলমগীর আমাদের দেশে অনেক বড় মাপের একজন গুণী সংগীতশিল্পী। তাঁর কাজের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে একুশে পদকসহ বিভিন্ন পদক পেয়েছেন। আমি তাঁকে নিয়ে কাজ করতে পেরে গর্বিত। তাঁর এই অ্যালবামের প্রত্যেকটি গান শ্রোতাদের মুখে মুখে থাকবে বলে আমি আশাবাদী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন