বিনোদন রিপোর্ট: আবারও ছেলে সম্রাটের টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন নায়করাজ রাজ্জাক। টেলিছবির নাম অতঃপর বিয়ে। সম্রাট জানান, আগামী মাসের ১০ তারিখের দিকে শূটিং করব গাজীপুরের পূবাইলে। বাবার চরিত্রে অভিনয় করবেন আব্বা। আমি ছেলের চরিত্রে কাজ করব। স¤্রাট জানান, নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও আব্বা কাজ করবেন না। কারণ, আব্বার বয়স হয়েছে। শারীরিকভাবে সুস্থ হলেও, বয়সের কারণে একটা নিয়মের মধ্যে থাকতে হয়। আর আব্বাকে আমিই দেখাশোনা করি। আমার টেলিছবিতে কাজ করার সময় তাঁকে প্রয়োজন মতো বিশ্রাম দিতে পারি। আমি জানি কখন আব্বার বিশ্রাম দরকার। আবার কখন কতটা শূটিং করতে পারবেন, তা তাঁর কাছ থেকে জেনে সেট করতে পারি। টেলিছবির গল্প নিয়ে সম্রাট বলেন, গল্পে দেখা যাবে বাবা ছেলেকে বিয়ে করাতে চান, কিন্তু মা কিছুতেই ছেলেকে বিয়ে করাতে চান না। এসব নিয়ে পরিবারে অনেক ধরনের ঘটনা ঘটে। এমন একটি গল্প নিয়ে কাজটি করছি। গল্পটা একটু কমেডি ধরনের। আশা করি দর্শকদের ভালো লাগবে। গল্প লিখেছেন শফিকুল ইসলাম খান দিলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন