শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুভ জন্মদিন ববিতা

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৭ পিএম, ২৯ জুলাই, ২০১৭

অভি মঈনুদ্দীন ঃ আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার জন্মদিন। গত বছরের মতো এবারও তিনি দেশেই জন্মদিনটি কাটাবেন। গত বছর ডিসিআইআই’র ছোট ছোট শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে এবং তারা নেচে গেয়ে জন্মদিনটি পালন করে। এবার এ ধরনের কোনো আয়োজন থাকছে না। নিজের মতো করে জন্মদিনটি কাটাবেন বলে জানান ববিতা। দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ববিতা পেয়েছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক পেয়েছেন আজীবন সম্মাননাও। ববিতা বলেন, আমি একজন বাংলাদেশী হিসেবে সবসময়ই গর্ববোধ করি। সেইসাথে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করেছি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অভিনয়ের জন্য। আমি আমার দেশের পতাকাকে বিশ্বের দরবারে চিহ্নিত করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’ চলচ্চিত্রে অভিনয় না করা নিয়ে ববিতা বলেন, ‘একজন শিল্পীর জীবনে গুড বাই বলে কোন শব্দ নেই। শিল্পী মৃত্যুর পূর্ব পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। আমি দারুণভাবে আশাবাদী আমাদের চলচ্চিত্রে অবশ্যই সুদিন ফিরে আসবে। হয়তো সেই সুদিন ফিরে এলে গল্প আর চরিত্র ভালোলাগলে আবার অভিনয় করবো।’ গুণী এই অভিনেত্রীর জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন